রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকচাপায় নাজির হোসেন (২৩) নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সদর উপজেলা মডেল মসজিদের সামনে নারায়নপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


নিহত নাজির হোসেন সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া বাজার এলাকার পাকুরতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি ভেটেরিনারি এফএনএফ নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, ওই সময় নাজির হোসেন গাইবান্ধা থেকে মোটরসাইকেল চালিয়ে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরই মধ্যে একটি ড্রামট্রাক তাকে চাপা দেয়। তখন রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে এফএনএফ কোম্পানির গাইবান্ধার এরিয়া ম্যানেজার হাসান আলীন বলেন, নাজির হোসেন আমাদের এ প্রতিষ্ঠানে প্রায় এক বছর ধরে কর্মরত ছিলেন। আজ সড়ক দুর্ঘটনা তার মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দুলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর