ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বা'আদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। পরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ইউট্যাবের ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মিজানুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এবং জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুল গফুর গাজী।
এছাড়া উপস্থিত ছিলেন- জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. গোলাম মাহফুজ মঞ্জু, হাফিজুর রহমান বাচ্চু, সিরাজুল ইসলাম নিপু, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ও জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

