নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেছেন, সারাদেশে জামায়াতে ইসলামীর যে গণজোয়ার দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে আগামীকাল সূর্যোদয় যেমন চিরন্তন সত্য, তেমনি এবার নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে মোল্যার মাঠ থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
এদিন সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
সমাবেশে আতাউর রহমান বাচ্চু বলেন, ‘সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করব আমি আমার আদর্শের কথা বলব, আপনি আপনার আদর্শের কথা বলবেন। জনগণ যাকে গ্রহণযোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে। অতীতের মতো কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করেন, জালিমের ভূমিকায় অবতীর্ণ হন তাদের জন্য আমাদের শুধু দুঃখই থাকবে।’
তিনি আরও বলেন, ‘দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সেই মানবিক হৃদয়ের অধিকারী যেখানে জাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন।’ এ সময় তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এর আগে পূর্বঘোষিত সমাবেশ ও মিছিলে যোগ দিতে সকাল থেকেই লোহাগড়ার মোল্যার মাঠে আসতে শুরু করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় পিকআপ, মোটরসাইকেল, অটোভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মোল্যার মাঠে যোগদান করেন। সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। এদিন মোল্যার মাঠ পরিপূর্ণ ছিল নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে।
প্রতিনিধি/একেবি

