রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসব: ফাওজুল কবির

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসব: ফাওজুল কবির

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আজকে ডাঙা-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর নামে নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে বিচার এবং এভাবেই আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসব।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদী পাঁচদোনায় ডাঙা-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর নামের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজকে সবাই বলেন এ সরকার কী করল এতদিন? এই যে অপকর্মগুলো-সাংস্কৃতিক অপকর্ম, রাজনৈতিক অপকর্ম, অর্থনৈতিক অপকর্ম, এগুলো শুধরাতেই আমাদের সময় বেশি লেগেছে। এভাবে সব জায়গায় রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে অনিয়ম করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছেন। সেখানে টেম্পো ছাড়া কিছুই চলে না। এভাবে যে-সব অপচয়- অপব্যয়-অনাচার হয়েছে, এগুলো আমরা বন্ধ করব।

তিনি বলেন, স্কুল কলেজসহ লাখ লাখ প্রতিষ্ঠান এমন কী শৌচাগারেরও নামকরণ করা হয়েছিল। সে সব নাম জনগণ মুছে ফেলে দিয়েছে, এটা ইতিহাসের বিচার।

তিনি আরও বলেন, আপনারা একটি সুন্দর নির্বাচন করুন, অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে দলই হোক, যারাই বিজয়ী হবেন, আমরা তাদের পেছনে দাঁড়াব। কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না, যারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, বিকৃত করতে পারে। আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, পোলিং এজেন্টদের বের করে দিতে পারে।

সড়ক ও জনপথ অধিদফতর ও জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক আয়োজিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঁচদোনা স্যার কে.জি গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করে দীর্ঘস্থায়ী করতে চাই না। এভাবে পরস্পরের মধ্যে লেগে থাকলে পিছনেই টানতে থাকবে, মুক্তি মিলবে না। ঐক্যবদ্ধ হলেই কালো ছায়া মুক্ত হওয়া যাবে। এমনও মুক্তিযোদ্ধা আছেন যাদের মায়েরই বিয়ে হয়নি, তারাও মুক্তিযুদ্ধের তালিকায় আছেন। আদালতে বেঞ্চ গঠন করা হয়েছে, আশা করি আদালতের রায়ের মধ্যদিয়ে সংকট নিরসন হবে।

এসময় উপদেষ্টা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর কবরে গিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপিরসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনসহ বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর