হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর) বলেছেন, যারা ভ্রান্ত বাউলদের সমর্থন করবে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে 'সুদখোর ও নিমকহারাম' এবং তার সরকারকে 'মুরদা ও নাস্তিক সরকার' বলে অভিহিত করেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের ৫ দফা দাবিতে আয়োজিত 'শানে তাওহীদ মহাসম্মেলনে' প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ড. ইউনুস সরকার সম্পর্কে মাওলানা আব্দুল হামীদ বলেন, ‘এটা মুরদা ও নাস্তিক সরকার, আওয়ামী লীগের চেয়েও খারাপ। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় একযোগে আন্দোলন ও সমাবেশ করা হবে।’
লালন দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘১৭ অক্টোবর ড. ইউনুস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে, তার পূজা করা হচ্ছে।’
হুঁশিয়ারি দিয়ে এই হেফাজত নেতা বলেন, ‘বাউলদের করা মামলায় আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।’
সমাবেশে বক্তব্য রেখে মাওলানা মাহফুজ হক বলেন, ‘ইসলামবিদ্বেষী বাউলদের সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাউলদের ইসলামের নামে কোনো কিছু আয়োজন করার অধিকার নেই। এ ধরনের আয়োজন দেখলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রতিরোধ করতে হবে। প্রশাসন কর্ণপাত না করলে ঈমানদার হিসেবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থক ও তৌহিদি জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সদর থানায় বাউলপক্ষ তৌহিদি জনতার বিরুদ্ধে মামলা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটেই আজকের এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/একেবি

