রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরে মাদরাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে মাদরাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, এলাকায় উত্তেজনা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর সিনিয়র আলিম মাদরাসার জন্য একজন ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা পূর্ব মুহূর্তে স্থগিত করেছে মাদরাসা কর্তৃপক্ষ। রহস্যজনকভাবে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় প্রার্থী ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভসহ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার সময় ওই মাদরাসার জন্য ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এসময় একাধিক প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাদরাসায় এসে অপেক্ষা করেন। এমতাবস্থায় পরীক্ষাটি স্থগিত করেছে মাদরাসার অধ্যক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিরা। 


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, বড় জামালপুর সিনিয়র আলিম মাদরাসার জন্য একজন গবেষণাগার/ল্যাব সহকারী পদে (দাখিল শাখার) নিয়োগের লক্ষ্যে গত ১০ আগস্ট দৈনিক মানবজমিন ও আজকের জনগণ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন মাদরাসার অধ্যক্ষ। এরপর ১২ জন প্রার্থী আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আহ্বান করা হয়। ঠিক যথা সময়ে পরীক্ষা দিতে আসেন প্রার্থীরা। এরই মধ্যে মাদরাসা ত্যাগ করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম। তারপর সকাল ৯টা পেরিয়ে বেলা ১২টা বাজলেও পরীক্ষায় বসানো হয়নি প্রার্থীদের। এ অবস্থায় মাদরাসার পক্ষ থেকে প্রার্থীদের জানানো হয় যে আজ পরীক্ষা স্থগিত করা হলো। এতে করে প্রার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনাও দেখা যায়। 

আরও পড়ুন

রোববার থেকে শুরু প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা 

স্থানীয়দের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের চেষ্টায় মাদরাসার অধ্যক্ষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন। এ কারণে ল্যাব সহকারী পদে পরীক্ষা স্থগিত করেছে বলে তাদের দাবি। 

প্রার্থী মোছা. রুমানা খানমের স্বামী এমদাদুল হক খুশি বলেন, নানা অজুহাত দেখি মাদরাসা কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে। তবে পরীক্ষা যেদিনই হোক, তা প্রকাশ্যে নিতে হবে। এতে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীকে নির্বাচিত করা অবশ্যক।


বিজ্ঞাপন


এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ল্যাব সহকারী পদে পরীক্ষার জন্য ডিজি প্রতিনিধি উপস্থিত থাকতে না পারায় পরীক্ষা বন্ধ করা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। স্বচ্ছতার মাধ্যমে প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর