চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল হয়েছে। একসঙ্গে ১৩টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছে। এর মধ্যে একজন ওসিকে সিটিএসবিতে (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাফতরিক আদেশে এই রদবদলের নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
রদবদলের কারণ সম্পর্কে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং নগরীর নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
| ওসির নাম | পূর্বের থানা | নতুন থানা |
|---|---|---|
| মো. আব্দুল করিম | কোতোয়ালী | পাঁচলাইশ মডেল |
| মো. বাবুল আজাদ | ডবলমুরিং | চকবাজার |
| মুহাম্মদ নুরুল আবছার | হালিশহর | পাহাড়তলী |
| মো. জাহেদুল কবির | চান্দগাঁও | বায়েজিদ বোস্তামী |
| শাহীনুর আলম | খুলশী | কর্ণফুলী |
| মো. আফতাব উদ্দিন | বাকলিয়া | কোতোয়ালী |
| মোহাম্মদ সোলাইমান | পাঁচলাইশ | বাকলিয়া |
| মো. আব্দুর রহিম | সদরঘাট | বন্দর |
| শফিকুল ইসলাম | চকবাজার | সিটিএসবি (সংযুক্তি) |
| মো. আরিফুর রহমান | আকবরশাহ | সদরঘাট |
| মো. জামির হোসেন জিয়া | পাহাড়তলী | ডবলমুরিং |
| মো. জাহেদুল ইসলাম | কর্ণফুলী | খুলশী |
| মোস্তফা আহম্মেদ | বন্দর | পতেঙ্গা |
এই রদবদলে ইপিজেড থানায় নতুন ওসি হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে।
প্রতিনিধি/একেবি

