রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রাম বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে ৯০ লাখ টাকার সিগারেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রাম বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে ৯০ লাখ টাকার সিগারেট
চট্টগ্রাম বিমানবন্দরে মালিকবিহীন লাগেজে ৯০ লাখ টাকার সিগারেট।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের পাশ থেকে এসব লাগেজ উদ্ধার করা হয় বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।


বিজ্ঞাপন


তিনি বলেন, লাগেজগুলোর সঙ্গে কোনো যাত্রীর নাম, ট্যাগ বা মালিকানার কাগজপত্র ছিল না। বলতে গেলে লাগেজগুলো সম্পূর্ণ মালিকবিহীন অবস্থায় ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ লাগেজের দাবিদার না হওয়ায় সেগুলোকে কাস্টমস আইন অনুযায়ী পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পরে লাগেজ খুলে ৮০০ কার্টন সিগারেট পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের প্রতি কার্টনের মূল্য ১১ হাজার ২৫০ টাকা ধরে মোট ৯০ লাখ টাকা রাজস্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর