মাদক সব অপরাধের মূল উৎস উল্লেখ করে যে কোনো মূল্যে দিনাজপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসা। পাশাপাশি জেলাকে যানজটমুক্ত ও অপরাধমুক্ত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, ‘মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের বাকস্বাধীনতা ও সত্য প্রকাশের অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম।’
নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘দিনাজপুরের মানুষের সেবা করাই হবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বাত্মক চেষ্টা করব।’
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাদক সব অপরাধের মূল উৎস। তাই যে কোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম প্রমুখ।
বিজ্ঞাপন
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মুরুন হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিনিধি/একেবি

