রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাগুরায় সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

মাগুরায় সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা

মাগুরা সাব-রেজিস্ট্রারের কার্যালয় এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসংখ্য মূল্যবান দলিল ও নথি পুড়ে গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে মাগুরা সাব-রেজিস্ট্রার অফিসে কে বা কারা পেট্রোল বোমা হামলা করে। এতে অফিসের এক কক্ষে আগুন লাগে। একই সঙ্গে পাশের কয়েকটি দলিল লেখকের ঘরে থাকা অনেক মূল্যবান দলিল পুড়ে যায়। এদিকে, ভোররাতে বোমা নিক্ষেপের ফলে ভূমি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় এক রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত ৩টার দিকে দুষ্কৃতিকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার এক রুম আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাগুরা সাব-রেজিস্ট্রার অফিসে ও মাগুরা সদর উপজেলার সহকারী (ভূমি) এর কার্যালয়ে পরপর বোমা হামলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর