ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, লায়ন শাকিল গত ২৮ নভেম্বর তিনজনকে গুলি করে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে র্যাব গ্রেফতার করেছে। লায়ন শাকিল তখন থেকেই পলাতক ছিলেন।
পুলিশ ও বিজিবি জানায়, ভারতীয় বিএসএফ বৃহস্পতিবার বিকেলে লায়ন শাকিল ও আরিয়ানকে আটক করে এবং শুক্রবার দুপুরে কসবা উপজেলার ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করে। পরে তাদের কসবা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, ‘দুজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে’।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল ও দিলীপের মধ্যে আধিপত্য বিস্তার এবং চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে বিরোধ চলছিল। ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় পূর্বপরিচিতের বাসায় অবস্থান নেন। পরে সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।
প্রতিনিধি/ক.ম/

