শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মুক্তিযুদ্ধের সময় জামায়াত সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছে’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

‘মুক্তিযুদ্ধের সময় জামায়াত সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছে’
বক্তব্য দিচ্ছেন সাতক্ষীরা–৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী মো. আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কাজী মো. আলাউদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত শুধু বিরোধিতা করেই থেমে থাকেনি, সনাতন ধর্মাবলম্বীদের ওপরও নির্যাতন করেছে। অত্যাচার সহ্য করতে না পেরে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

শুক্রবার বিকেলে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মুরারীকাটি সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ এগোলেও জামায়াতে ইসলামী এখনো সার্বজনীন হতে পারেনি। মানুষের সেবা করাই যেখানে ধর্ম, সেখানে তারা নিজেদের প্রতিষ্ঠানে শুধু শিবিরকর্মীদের চাকরি দেয়। সাধারণ মানুষ বা যারা ছাত্রশিবিরে নেই, তাদের কোনো সুযোগ থাকে না।

কাজী আলাউদ্দিন বলেন, যারা নিজের দলের বাইরে কাউকে গ্রহণ করতে পারে না, তারা দেশ ও জনগণকে কীভাবে প্রতিনিধিত্ব করবে—এ প্রশ্ন আজ মানুষের মনে। আশাশুনি–কালিগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা ভোট দিলে এ অঞ্চলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করব।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, মহিলা দলের নেত্রী ডা. মর্জিনা ইসলাম প্রমুখ।

সভাপতিত্ব করেন তুয়ারডাঙ্গা এস.এফ. মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায়। সঞ্চালনা করেন বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর