ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে। বাংলাদেশপন্থি সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায়।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত এক যুব গণসমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে দেশের মানুষের দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ এবং গণহত্যার বিচার নিশ্চিত করে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তাই নির্ধারিত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু (ফ্রি-ফেয়ার) নির্বাচন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত তিনটি বিতর্কিত নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সবার প্রত্যাশা।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘বেগম খালেদা জিয়া সারাজীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। আমরা আশা করছি, তিনি দ্রুতই আরোগ্য লাভ করবেন।’

বিজ্ঞাপন
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিশির মনির, ডাকসুর সাবেক সদস্য সর্ব মিত্র চাকমা ও শাহীনুর রহমান। এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

