শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখলেন বাংলাদেশি স্বজনরা
কাঁটাতারের বেড়া পেরিয়ে সীমান্তে বোনের মরদেহ দেখলেন ভাই। ছবি: ঢাকা মেইল

কাঁটাতারের বেড়া ও ভৌগোলিক সীমারেখা ভুলে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত দেখাল বিজিবি ও বিএসএফ। দুই বাহিনীর সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেলেন তার বাংলাদেশি ভাই ও আত্মীয়-স্বজনরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ১৭৯/৩-এস পিলার সংলগ্ন শূন্যরেখায় এই আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।


বিজ্ঞাপন


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দীনের স্ত্রী ফনি বেগম গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। ফনি বেগমের পৈতৃক নিবাস বাংলাদেশে। বোনের মৃত্যুর সংবাদ পেয়ে তার ছোট ভাই শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান মরদেহটি শেষবারের মতো একনজর দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন।

মানবিক দিক বিবেচনায় বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। সম্মতির ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্তে মরদেহটি আনা হয়। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ফনি বেগমের ভাইসহ বাংলাদেশি আত্মীয়-স্বজনরা মরদেহ দেখার সুযোগ পান। এ সময় স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষবারের মতো বোনকে দেখার সুযোগ করে দেওয়ায় নিহতের স্বজনরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তবাসীর জন্য বিজিবি সব সময়ই অত্যন্ত মানবিক ও সহানুভূতিশীল। এমন মানবিক কাজকে বিজিবি নিজেদের নৈতিক কর্তব্য বলে মনে করে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর