শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দরিদ্র পীড়িত বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছি’

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

‘দরিদ্র পীড়িত বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছি’
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তরুণদের প্রথম ভোট হতে হবে ন্যায়, সত্য ও সৎ নেতৃত্বের পক্ষে। নৈতিক সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনার বিকল্প নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ছাত্র–যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকাই দেশকে সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দিতে পারে। তাই দরিদ্র পীড়িত বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছে ইসলামী ছাত্রশিবির।

আরও পড়ুন

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর যা বললেন ড. ফয়জুল

তিনি জানান, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদর্শভিত্তিক নেতৃত্বের বিকাশ জরুরি। যুবসমাজকে সেই দায়িত্ব কাঁধে নিতে হবে। ইসলামের নীতির ওপর ভিত্তি করে গঠিত রাষ্ট্রই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে—এমন মন্তব্য করে তিনি তরুণদের নৈতিক ও রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, যুবসমাজ পরিবর্তনের প্রধান শক্তি। প্রতিটি ভোট সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহভীতি সম্পন্ন নেতৃত্ব ছাড়া দেশে স্থায়ী শান্তি আসবে না বলে তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন


তরুণদের মাঝে আদর্শিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুবসমাজ হলো পরিবর্তনের দূত। নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ অনুসরণ করেই জাতি এগিয়ে যেতে পারে। ইসলামের নীতির ওপর ভিত্তি করে গঠিত রাষ্ট্রই প্রকৃত উন্নয়ন আনতে সক্ষম—এ কথা উল্লেখ করে তিনি তরুণদের নৈতিক রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

thumbnail_20251205_115931

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য দেন।

সমাবেশে বিপুলসংখ্যক ছাত্র–যুবকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসাহ, স্লোগান ও আদর্শিক আবেগে মুখর হয়ে ওঠে। আয়োজক মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী জানান, ধারাবাহিকভাবে সামনে এ ধরনের আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর