নরসিংদীর বেলাবো উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে আব্দুর রশিদ (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৫ ডিসেম্বর) সকালে বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত আব্দুর রশিদ কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুরি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এবং পেশায় একজন অটোরিকশার চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদীর ওই স্থানে মাছ ধরতে আসতেন। বৃহস্পতিবার সন্ধ্যাতেও তিনি আড়িয়ল খা নদীতে মাছ ধরতে আসেন। পরে শুক্রবার ৭টার দিকে এলাকাবাসী নদীর পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মাথার বাম পাশে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি দুষ্কৃতিকারীর হামলার শিকার হয়েছেন।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

