জামালপুরে ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন-সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জালালের পাড়া গ্রামের দীপু ও রাসেল। আহত শ্যামলও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে জামালপুর শহরে আসার সময় টাঙ্গাইলগামী মরিচবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে একজন হাসপাতালে পৌঁছানোর পথে মারা যান, আর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত শ্যামল হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন।
জামালপুর থানার ওসি (অপারেশন) এস এম নূর মোহাম্মদ জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর

