শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ এএম

শেয়ার করুন:

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ-অগ্নিসংযোগ
পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।

মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি ঘোষিত প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শহরের প্রধান সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের সুপার মার্কেট গোলচত্তর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে তারা জোর দাবি জানান, বিএনপি ঘোষিত প্রার্থী মো. কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিল করে দ্রুত সময়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হোক।


বিজ্ঞাপন


munsigong-2বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এর আগে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে মশাল মিছিল বের করে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের অনুসারীরা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

munsigong-1বিক্ষোভকারীরা মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়ক অবরোধ করে, সড়কে অগ্নি সংযোগ ও টায়ার জ্বালিয়ে আন্দোলন চালান। এ সময় কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা এলাকায় আতঙ্ক ছড়ায়।

বিক্ষুব্ধরা মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত পুনর্বিবেচনার দাবি জানান। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


বিজ্ঞাপন


munsigong-3উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টায় দ্বিতীয় দফায় বিএনপির ৩৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে মুন্সিগঞ্জ-৩ আসনে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর