শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার দিনব্যাপী যশোরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এদিন যশোরের পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। এছাড়াও, যশোর সদর উপজেলা শ্রমিক দল, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড এবং এইচ এম এম রোডের ব্যবসায়ীদের উদ্যোগে দেশনেত্রীর আরোগ্য কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


৩ নম্বর ওয়ার্ড (ঘোপ বেলতলা বৌ বাজার): উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস এবং জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু।

১ নম্বর ওয়ার্ড (মোল্লা পাড়া): উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

২ নম্বর ওয়ার্ড (আমিনিয়া আলিয়া মাদ্রাসা মাঠ): উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।

৫ নম্বর ওয়ার্ড (ওয়াই ডব্লিউ সি মাঠ): উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু।


বিজ্ঞাপন


অন্যান্য ওয়ার্ড: ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পুরাতন কসবা ঘোষপাড়া বায়তুস সালাম জামে মসজিদে, ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে যশোর রেলস্টেশনের নতুন প্লাটফর্মে, ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শংকরপুর মহিলা মাদ্রাসা মাঠে, ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বেজপাড়া আজিমাবাদ কলোনীর গুড় গোল্লার মোড়ে এবং ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বকচর আলী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এইচ এম এম রোডের ব্যবসায়ীরা (দড়াটানা জামে মসজিদ, বাদ আসর): উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।

যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড (কার্যালয়, মাগরিবের নামাজের পর): উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সদর উপজেলা শ্রমিক দল (জেলা বিএনপি কার্যালয়, বাদ মাগরিব): উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

সাংবাদিক ইউনিয়ন যশোর (প্রেসক্লাব যশোর, সকালে): প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আফজালুল করিম রানু, পরিচালক খায়রুল বাশার শাহীন, রেজাউল হাসান, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, মোস্তফা গোলাম কাদের, মাহমুদুল ইসলাম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর