শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংঘর্ষে উল্টে যাওয়া অটোরিকশার চাপায় দাঁড়িয়ে থাকা শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

সংঘর্ষে উল্টে যাওয়া অটোরিকশার চাপায় দাঁড়িয়ে থাকা শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাফিজুল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বাসিন্দা হুসেন আলীর ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলের দিকে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল ছোট্ট হাফিজুল। এ সময় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তখন অটোরিকশাটি উল্টে শিশুটির ওপর পড়লে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর