শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
মাদারীপুরে বেতনস্কেল ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

মাদারীপুরে বেতনস্কেল ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অর্ধদিবস এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতনস্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো তদারকি দেখতে পাচ্ছেন না তারা। তাই দ্রুত বেতনস্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। তা না হলে আগামীতে শাটডাউন কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

কর্মবিরতি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, উত্তম কুমার মণ্ডল, ফার্মাসিস্ট বিমল চন্দ্র মণ্ডলসহ শিক্ষার্থীরা।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর