শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনায় চরে আটকা

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনায় চরে আটকা
নাফ নদের চরে আটকে গেল সেন্টমার্টিনগামী ট্রলার, ৪০-৪৫ যাত্রী উদ্ধার।

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনার চরে আটকা পড়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদের মোহনার চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।’

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারটির ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীদের কেউ ভোগান্তিতে পড়েননি।

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, ‘দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।’

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ‘ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফ নদের মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর