সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির জন্য স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়াও সভাপতি হিসেবে সেলাই মেশিন ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরজাহান বেগম, উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও একাডেমিক সুপারভাইজার মো. শরিফুজ্জামান প্রমুখ।
পরে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার নারী শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন এবং ২৭ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাবঞ্চিত নারী ও নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

