শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোনের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, দুই ভাই আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

বোনের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, দুই ভাই আটক

সিরাজগঞ্জের তাড়াশে বোনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে আয়নাল শেখ নামে এক যুবককে পাথর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল শেখ। তিনি তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি গ্রামের বাহের আলীর দুই ছেলে জামিরুল ইসলাম (৩৫) ও নূর ইসলাম স্বপন (৩২)।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভিকটিম আয়নাল শেখের সঙ্গে বাহের আলীর মেয়ের দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর বাহের আলীর পরিবার আয়নালকে বারবার নিষেধ করে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিলেন আয়নাল, তখন বাহের আলী ও তার দুই ছেলে তাকে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। বাহের আলী ও তার ছেলেরা মারধর করলে আয়নাল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেলে রেফার্ড করা হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় অভিযুক্ত বাহের আলীর দুই ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর