শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে
কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোর থেকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে হিমেল বাতাস, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 

এলাকাবাসী জানান, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।

আরও পড়ুন: বন বিভাগের অভিযানে বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার

যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, ‘কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কী করব, কাম করি তো খাওয়া লাগবে।’


বিজ্ঞাপন


রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি আরও বাড়তে পারে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর