মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রং আর চালের কুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি হচ্ছে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

রং আর চালের কুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি হচ্ছে
ছবি : ঢাকা মেইল

তরিকুল আলম নামে এক ব্যবসায়ীর কারখানায় কাপড়ে মেশানোর রং, চালের কুড়া মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ, ধনিয়া ও মরিচের গুড়া। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিশ্রণ করা হচ্ছিল শুকনো মরিচ। এসব ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া বাজারজাত করে আসছিল একটি চক্র। রং ও চালের কুড়া মেশানোর দায়ে একটি কারখানার মালিক তরিকুল আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের নরেন বাজার গ্রামের মামুন বিশুর কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে। 


বিজ্ঞাপন


বুধবার (৬ জুলাই) সকালে অভিযান চলে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উসমান গণি নেতৃত্ব দেন। 

বিষয়টি নিশ্চিত করে উসমান গণি জানান, রং, চালের কুড়া মেশানো হলুদ, ধনিয়া ও মরিচের গুড়া জব্দ করে তা ধ্বংস করা হয়। 

এ অভিযান আরও অব্যাহত থাকবে বলে জানান। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর