সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রদল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান, জিয়া পরিষদের ইবি শাখার সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিএনপিপন্থি শিক্ষকবৃন্দ।
এছাড়াও ছিলেন ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রোকনুজ্জামান, রনি, স্বাক্ষর, রায়হান, তৌহিদ, তৌফিক, রিয়াজ, সাগর, রেজাউল, সাবিক, নিলয় প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।
দোয়া মাহফিলে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেভাবে ওঠানামা করছে, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি নাগরিক উদ্বিগ্ন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা শুধু আজকের এই আয়োজনেই নয়, প্রতিদিন নামাজের পর যেন তার সুস্থতার জন্য দোয়া করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যে উদ্যোগটি নিয়েছে, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
প্রতিনিধি/ এজে

