রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডুমুরিয়ায় গাছে ঝোলানো যুবকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

ডুমুরিয়ায় গাছে ঝোলানো যুবকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামে আমবাগানে জীম খান (২৪) নামে এক যুবকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ডুমুরিয়া থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন


নিহতের বাবা জানান, রোববার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। কিন্তু রাত ১১টা অবধি বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে বাগানে আমগাছে লাশ ঝুলতে দেখতে পাই। পরে আমার চিৎকারে পরিবারের সদস্যরা এসে লাশ নামায়।

আরও পড়ুন

মনোহরদীতে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর