মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের পদ স্থগিত 

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপের পদ স্থগিত করেছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী-আব্দুল্লাহ-আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


দিলীপের বিরুদ্ধে শৃঙ্খলা বিরুধী কার্যকলাপে জড়িয়ে থাকার অভিযোগ আনা হয়েছে।

এদিকে দিলীপের পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা মো. সালাউদ্দিনও। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেনকে(৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৩০ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র‍্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু


বিজ্ঞাপন


এর আগে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ তার প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সাদ্দামের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর