মিরসরাইয়ে চলাচলের পথ বন্ধ করে ব্যবসা ও ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মামলা ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় এক মামলায় চার দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি

