শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে টুটুল কান্তি ধর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের কর্মচারী ছিলেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত টুটুল ধর হিঙ্গুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী এলাকার ধরবাড়ির দুলাল ধরের ছেলে।

টুটুল কান্তি ধরের স্বজন আশিষ ধর জানান, ‘টুটুল বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চিনকি আস্তানা এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায় সে। টুটুলের মানসিক সমস্যাও ছিল। সে দুই সন্তানের জনক।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে টুটুল কান্তি ধর মারা গেছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর