সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ভিডব্লিউবি (ভিজিডি) সরকারি চাল কেনাবেচার অনিয়মের সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করায় দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় বাবাসহ দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মৃত খোকার ছেলে সাহেদ আলী, তার দুই ছেলে আরিফুল ও আশিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযানে নেমে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ এলাকার কাছে ভিজিডির সরকারি ৩০ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় ঘটনাটি ক্যামেরায় ধারণ করতে গেলে সাহেদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার দুই ছেলে ও কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায়। এসময় তার কাছে থাকা ক্যামেরা কেড়ে নেয় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ওই সাংবাদিক রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
![]()
বিজ্ঞাপন
এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিরাজগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধনসহ কর্মসূচির ঘোষণা দেয়। পাশাপাশি সিরাজগঞ্জ প্রেসক্লাব, তাড়াশ প্রেসক্লাবসহ জেলার পেশাদার সাংবাদিকরা এ ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকের উপরে হামলার ঘটনায় শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

