শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলা

জেলা প্রতিনিধি, ‎ঝিনাইদহ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলা

ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকালে তার নিজ গ্রাম দোগাছী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


‎ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে দীর্ঘ ধরে সমাজপতি নজরুল ও সিরাজের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল, সম্প্রতি একই গ্রামের মারামারির ঘটনায় এলাকার নজরুল গ্রুপের পুরুষ সমর্থকরা বাড়ি ছাড়া রয়েছে।

‎এরই জেরে আজ সকালে নজরুল গ্রুপের সমর্থক নাজমুলের স্ত্রীর ভুক্তভোগী হাসনা আজ সকালে বাইরে হাঁটতে বের হলে সমাজপতি সিরাজ, তার সমর্থক লিটন, মাছুদ, রশিদ, আল আমিনসহ প্রায় ২০ জন মিলে তাকে মারধর করেন একইসঙ্গে গলার চেইন, হাতের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি কাপড় খুলে নেয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

বাগেরহাটে রাতের আঁধারে বিএনপির অফিসে অগ্নিসংযোগ

‎এ ঘটনায় ভুক্তভোগী হাসনা ঝিনাইদহ সদর থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেন।


বিজ্ঞাপন


‎এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগীকে অভিযোগ দায়ের করার কথা বলা হলেও এখনও তিনি কোনো অভিযোগপত্র দেয়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর