পাবনার ঈশ্বরদী উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থীআবু তালেব মন্ডলের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। যদিও বিএনপি উল্টো জামায়াতকে দোষারোপ করেছে এমন ঘটনার জন্য। এর মধ্যে হামলার সময় এক যুবকের হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে চরগড়গড়ির যগির মোড়ে জামায়াতের প্রচারণার মিছিলে হামলার সময় তোলা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। দুই পক্ষের নেতাকর্মীরা যুবকটির পরিচয় নিয়ে একে অপরকে দায়ী করে নানা অভিযোগ করছেন।
বিজ্ঞাপন
বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত–শিবিরের কর্মী এবং তাদের ওপর লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন তিনি। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলেও অভিযোগ তাদের।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতারা বলছেন, ছবিতে থাকা যুবক বিএনপির কর্মী। তারা অভিযোগ করেন, বিএনপি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতে হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল বলেন, আমাদের নেতাকর্মীদের কারও কাছে কোনো অস্ত্র ছিল না। আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমাদের ওপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে। তাদের মধ্যে বেশ গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
>> আরও পড়তে পারেন
পাবনায় হামলা, বিএনপিকে কড়া বার্তা জামায়াত আমিরের
সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধা জানান, অস্ত্রধারী ওই যুবক জামায়াত-শিবিরের সন্ত্রাসী। সে আমাদের নেতাকর্মীদের ওপর একাধিক গুলিবর্ষণ করে। এতে আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ওসির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
/এএস

