বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীদের ৩০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ ঘটনায় ডাকাতদের হামলায় ট্রলারের মাঝি ও গরু ব্যবসায়ী মাঈনুল বেপারী আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছন।
ডাকাতের কবলে পরা গরু ব্যবসায়ী আজিজ জানান, অন্য দিনের মতো আজ সকালে ৭/৮ জন গরু ব্যবসায়ী ও তাদের সহযোগীসহ মোট ১৫ জন ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিয়ে নোয়াখালীর লক্ষীপুরের মোল্লারহাটে যান। বেচা বিক্রি শেষে ঈদের কেনাকাটা করে বিকেল ৫টার দিকে বিক্রি না হওয়া ১০টি গরু নিয়ে মোল্লারহাট থেকে পুনরায় তারা মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে ট্রলারে করে রওয়ানা দেন।
আজিজ বলেন, ‘মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট সোজাসুজি মেঘনা নদীতে পৌঁছালে পেছনে এক ট্রলার দেখতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম, সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি আমাদের বোটের কাছে আসে এবং সেই ট্রলার থেকে ৭/৮ জন লোক আমাদের বোটে ওঠে। এসময় আমাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে তারা। পরে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। যদিও ট্রলারে থাকা ১০টি গরু নেয়নি তারা।’
ওসি শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের কাছ থেকে এরকম এক ঘটনার ব্যাপারে নিশ্চিত হয়েছি। গরু ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করলে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
টিবি