কক্সবাজারের টেকনাফের সাগর উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মঙ্গলবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার ইয়াবা, দুটি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২৭), স্থানীয় ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম।
উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

