৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে নাটোর চিনিকলের ২০২৫-২৬ মৌসুমে ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ, বাণিজ্যিক) আজহারুল ইসলাম।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া, বিএনপির নেতা হাবিবুর ইসলাম হেলাল প্রমুখ। এছাড়াও কর্মকতা, সিবিএ নেতারা ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।
নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ মৌসুমে ৭৪ কার্যদিবসে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৩ ভাগ। নাটোর চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখ সরবরাহ করা হবে। এর আগে সাবজোনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবরাহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান বলেন, নাটোর চিনিকলে ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। মিলে আখ সরবরাহে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২০২৪-২৫ মৌসুমে আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদন ৫ হাজার ১৩০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ১৪৮ মেট্রিক টন অর্জন হয়।
প্রতিনিধি/এসএস

