দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নতুনহাট। চারদিকে সবুজ মাঠ, পুকুর, নিস্তব্ধ গ্রামের পথ— এই শান্ত পরিবেশেই এক তরুণের হাতে জন্ম নিচ্ছে নতুন কৃষি বিপ্লব। তার নাম আসাদুজ্জামান রতন। বয়স কম, স্বপ্ন বড়। আর সেই স্বপ্নের ফলেই পুকুরপাড়ের আগে পরিত্যক্ত যে জমি, আজ সেখানে সারিবদ্ধ বস্তায় মাথা তুলেছে হাজারো সবুজ আদাগাছ।
রতনের পথচলা শুরু বড় কোনো পরিকল্পনা দিয়ে নয়— শুরু হয়েছিল কৌতূহল আর কিছু করার ইচ্ছা থেকে। ইউটিউবে দেখা কিছু ভিডিও, অনলাইনে পড়া কয়েকটি কৃষি জার্নাল, আর কৃষি অফিসের কিছু পরামর্শ— এসব মিলেই তৈরি হয় তাঁর নতুন ভাবনা : বস্তায় আদা চাষ।
বিজ্ঞাপন
তরুণ কৃষি উদ্যোক্তা রতন বলেন, পুকুরের ধারের জায়গাটা বছরের বেশির ভাগ সময়ই খালি পড়ে থাকত। তাই ভাবলাম— এ জায়গাটা কি কাজে লাগানো যায়? ইউটিউবে দেখলাম, এখন অনেকেই বস্তায় করে আদা চাষ করছেন। এরপর কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমি উদ্যোগ নিয়েছি।
তিনি আরও জানান, প্রথমে বস্তায় ঝুরঝুরে মাটি, গোবর সার, ছাই ও ভার্মিকম্পোস্ট মিশিয়ে আদার বীজ কন্দ পুঁতে দিই। প্রতিটি বস্তায় প্রায় ৫০ গ্রাম করে আদা রোপণ করেছি। সামান্য যত্নেই অল্প সময়ের মধ্যে গাছগুলো ভালোভাবে বেড়ে উঠেছে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমার খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। ভালো ফলন পেলে আমি ৩ থেকে ৪ গুণ লাভের আশা করেছি।
নিজপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বস্তায় আদা চাষ একটি উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি। এতে মাটি বাহিত রোগের ঝুঁকি কম থাকে এবং অতিবৃষ্টি বা বন্যার ক্ষতির আশঙ্কাও অনেকটাই কমে যায়। প্রয়োজন হলে বস্তাগুলো সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বাড়ির উঠান, ছাদ, এমনকি পতিত বা নিচু জায়গাতেও এই পদ্ধতিতে সহজেই আদা চাষ করা সম্ভব। ফলে স্বল্প জায়গা ব্যবহার করেই কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পারছেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, রতনের মতো তরুণদের এগিয়ে আসা আমাদের কৃষির ভবিষ্যৎ বদলে দেবে। বস্তায় চাষ প্রযুক্তি বর্তমানে টেকসই কৃষির অন্যতম দৃষ্টান্ত।
তিনি বলেন, স্বল্প ব্যয়ে অধিক লাভের সম্ভাবনা থাকায় এখন দেশের নানা অঞ্চলে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কেউ করছেন জমিতে, কেউ বাড়ির উঠানে বা ছাদে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল প্রচেষ্টায় বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি।
তিনি আরও বলেন, বীরগঞ্জের তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান রতন সেই পরিবর্তনেরই এক অনুকরণীয় উদাহরণ। তার হাত ধরেই পরিত্যক্ত এক পুকুরপাড় আজ রূপ নিয়েছে সবুজ সম্ভাবনায় ভরা আদা চাষের ক্ষেত, যা স্থানীয় কৃষকদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
প্রতিনিধি/ এজে

