বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় ভুয়া চিকিৎসক গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১১:১৭ এএম

শেয়ার করুন:

খুলনায় ভুয়া চিকিৎসক গ্রেফতার

খুলনায় মোবারক হোসাইন নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করছে র‌্যাব-৬।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কয়রা উপজেলার অর্জুনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রাতে র‌্যাবের সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে প্রতারণা করে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে মো. মোবারক হোসাইনকে গ্রেফতার করে। এ সময় চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বরিশালে ভ্রাম্যমাণ আদালত তাকে ভুয়া ডাক্তার হিসেবে দণ্ডিত করেছিল।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর