রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন, রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে বলাকা কমিউটার ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের নিকটে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইনচার্জ) আকতার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখে চলাচলরত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। পরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


ওসি আরও জানান, ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর