গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।
বিজ্ঞাপন
অভিযানের বিবরণ
অভিযান সূত্রে জানা গেছে, জয়দেবপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। এছাড়া ফুটপাত দখল করে সেখানে হাট-বাজার বসানো হয়েছিল। বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে অনেক ব্যবসায়ীকেই নিজেদের উদ্যোগে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও সিটি করপোরেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মকর্তার বক্তব্য
গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত ও চলাচলযোগ্য শহরে পরিণত করতে সিটি করপোরেশন প্রতিনিয়ত কাজ করছে। আজকের উচ্ছেদ অভিযান সেই ধারাবাহিকতারই অংশ। তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতা পেলে জয়দেবপুর রেলক্রসিংসহ পুরো নগর এলাকাকে আমরা শৃঙ্খলিত ও আধুনিক নগর ব্যবস্থাপনায় রূপ দিতে পারব।
প্রতিনিধি/একেবি

