মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীতে ৮২০ কেজি জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ৮২০ কেজি জাটকা জব্দ

পটুয়াখালীর সদর টোল প্লাজায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৮২০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর