সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, ফেনীর এসআর ফুডকে জরিমানা 

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, ফেনীর এসআর ফুডকে জরিমানা 

অনুমোদনহীন ও নিম্নমানের খাদ‌্য উপকরণ ব‌্যবহা‌র করায় ফেনীতে এস আর ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৫ নভেম্বর) ফেনী বি‌সিক রোড এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলা‌ম।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার প্রস্তুত, মোড়কের গায়ে প্রয়োজনীয় তথ্য না লেখা অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার করায় মেসার্স এস আর ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই এলাকার একাধিক প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সচেতনতা বৃদ্ধির জন্য ভোক্তা অধিকার আইনের বিভিন্ন বিধি-বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। প্রয়োজনীয় নির্দেশনা ও স্বাস্থ্যবিধি পালন করে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।

এতে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল করিম, জেলা টিমের সদস্যরা, ট্রান্সপোর্ট, জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম অংশগ্রহণ করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলা‌ম জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর