নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মী ও সমর্থকরা।
বুধবার(৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন।
বিজ্ঞাপন
এসময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা সুয়ে পড়ে বিক্ষোভ করেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। পুতুলের প্রার্থীতা প্রত্যাহার করতে নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
এর আগে, উপজেলা মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হাজারেও নেতাকর্মী ও সমর্থকরা।
কর্মীরা বলেন, মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে। আমরা এ মনোনয়ন মানি না। টিপু ভাই আমাদের যোগ্য নেতা। তিনি এ লালপুর-বাগাতিপাড়া আসনের ত্যাগী নেতা। আমরা তাকে এ আসনে ধানের শীষে মনোনয়ন চাই।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ।
প্রতিনিধি/ এজে

