ফেনীর ছাগলনাইয়ায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আলী আশরাফ (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে শুভপুর ইউনিয়ন থেকে গ্রেফতারের পর বুধবার (৫ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার আশরাফ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ কহুমা গ্রামের জরিপ আলী হাজী বাড়ির আব্দুল জাব্বারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ছাগলনাইয়া উপজেলার শুভপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় জরিপ আলী হাজী বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ আলী আশরাফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, যৌথবাহিনীর হাতে গ্রেফতার আলী আশরাফের বিরুদ্ধে ২টি মামলা বিচারাধীন রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে
বিজ্ঞাপন

