ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয়।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশের পর পেছনের লাগেজভ্যানের স্প্রিং ভেঙে যায়।
বিজ্ঞাপন
ট্রেনের চালক আমিনুল ইসলাম জানান, খুলনা থেকে চিলাহাটীগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করলে পেছনের লাগেজ ভ্যানের চাকায় সমস্যা দেখা দেয়। ১২ টা ৩ মিনিটে মোবারকগঞ্জ ট্রেন স্টেশনে থামার পরে চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে পেছনের লাগেজ ভ্যানের মালামাল সরিয়ে বগিটি রেখে ট্রেনটি যাত্রা করে । এরপর ১ টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে ছেড়ে আশা চিলহিাটিগামী রকেট মেইল ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌছানোর আগে বাবরা রেল গেট এলাকায় ৪১১৩ লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে যায়। এরপর ১ঘণ্টা পরে স্প্রিং ঠিক করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
প্রতিনিধি/ এজে

