রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় গরু ব্যবসায়ী নিহত 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায়খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) ভোরবেলায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত ব্যবসায়ী ওই গ্রামের রশীদ সরকারের ছেলে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিনগত রাতে হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর