শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে রাইসমিল থেকে সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

শেরপুরে রাইসমিল থেকে সরকারি চাল জব্দ
শেরপুরে রাইসমিল থেকে সরকারি চাল জব্দ

শেরপুর সদরে একটি ব্যক্তি মালিকানাধীন রাইসমিলের গুদাম থেকে তিন হাজার ৮৪০ কেজি সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকুরুনী রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় গুদাম পরিচালক এনামুল হককে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল

অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের নবীনগর এলাকায় অবস্থিত ওই রাইস মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের ১২ বস্তা, ৮টি প্লাস্টিকের বস্তাভর্তি চাল পাওয়া যায়। যার ওজন তিন হাজার ৮৪০ কেজি। চালগুলো নতুন মোড়কে দু’টি ইজিবাইকে ভর্তি করা হচ্ছিল। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজিবাইক চালকরা।

শেরপুরের কারিগরি খাদ্য পরিদর্শক মানোয়ার হোসেন জানান, আমরা প্রাথমিক পরীক্ষা করে প্রমাণ পেয়েছি, গুদামের চালগুলো গরিবদের জন্য বরাদ্দ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছিল।

আরও পড়ুন: বিস্ফোরক সংকটে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন বন্ধ


বিজ্ঞাপন


জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, সরেজমিনে গিয়ে চালগুলো আমরা দেখেছি। গরিবের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে। কীভাবে, কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর