রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুরে উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যের বীজ ও সার। বীজগুলোর মধ্যে - গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড় বীজ রয়েছে।   

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুকুলের খেতে সাফল্যের সুবাস

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এস. এম. আল-আমীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোয়াইনঘাটে স্থানীয়দের সঙ্গে পর্যটকদের হাতাহাতি


বিজ্ঞাপন


বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর