রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মেড্ডা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

বুধবার (৫ নভেম্বর) ভোররাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়লো ৩০ গবাদি পশু

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় পৌর কাউন্সিলর শেখ মো. মাহফুজ জানান, ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে যায়। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতার দোকানসহ ১১টি দোকান আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন: মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড 


বিজ্ঞাপন


এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর